About Us

About Akkelpur Mujibar Rahman Govt. College

কলেজের ইতিহাসঃ সর্বস্তরে শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিশেষ করে অবহেলিত পশ্চাৎপদ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষিত করতে তৎকালীন সচেতন, সুশীল সমাজ, শিক্ষানুরাগী, সমাজ হিতৈষী, রাজনৈতিক ব্যক্তিত্ব মুজিবর রহমান (সাবেক এমএনএ) ছমির উদ্দীন মন্ডল সর্বস্তরের জনসাধারণকে নিয়ে ১৯৭০ সালে মুজিবর রহমান কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর হতে শিক্ষা প্রসারে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন পরীক্ষায় সাফল্যের সাথে মেধা তালিকায় স্থান লাভ করে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থেকে দেশ সেবায় অসামান্য অবদান রেখে চলেছেন। বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তাসহ মাননীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ সভাপতি পদে দায়িত্বে থেকে সার্বিক উন্নয়ন করেছেন। বিশেষ করে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম. পি. সভাপতি হওয়ার মধ্যদিয়ে কলেজে বাংলা, ইংরেজী, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগে অনার্স কোর্স প্রবর্তন করেছেন। তাছাড়াও কলেজের ভৌত অবকাঠামোর ব্যাপক উন্নতি সাধন করেছেন। শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ৪তলা আইসিটি ভবন, শহীদ মিনার, রাস্তা সংষ্কার, মসজিদ প্রশস্তকরণ, এসি প্রদান, মিনার তৈরী, প্রশাসনিক ভবনের অভ্যন্তরিন উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। গর্ভর্ণিং বডির সদস্য হিসেবে প্রতিষ্ঠাতা, দাতা, বিদে্যুৎসাহী, হিতৈষী, অভিভাবক সদস্য বৃন্দ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও কর্মচারী সততা ও দক্ষতার সাথে এই প্রতিষ্ঠানটি সুন্দর মনোরম পরিবেশ তৈরীতে বিশেষ অবদান রেখে চলেছেন।

সর্বশেষে বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ১১/১০/২০১৮ইং তারিখে সরকারিকরণের আদেশ জারি করেছেন এতদ্ বিষয়ে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি মহোদয় কলেজটিকে সরকারিকরণের মহৎ উদ্যেগ ও সহায়তা দিয়ে কৃতজ্ঞ পাশে আবন্ধ করেছেন। কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে সর্বজন শ্রদ্ধেয় মুজিবর রহমান (আক্কেলপুরী), মোঃ আবু বকর চৌধুরী, আব্দুস ছাত্তার চৌধুরী, শ্রী মোহন লাল আগরওয়ালা, মোঃ নূরুজ্জামান মন্ডল, দলিল উদ্দীন মন্ডল, কাজী লুৎফর রহমান, মোঃ আজগর আলী মন্ডল, মোছাঃ খাতেমন নেছা বেওয়া, মোছাঃ আয়েশা বেওয়া, শ্রী বিনোদবিহারী ঘোষ, শ্রী দেবেন্দ্র নাথ ঘোষ, শ্রী প্রমথ নাথ ঘোষ, মোঃ হানিফ উদ্দিন সরদার, মোঃ তায়েজুর রহমান, মোঃ ছামেদ আলী সাহা, উমেদ আলী সাহা, শ্রী নগেন্দনাথ মহন্ত, শ্রী নিমাই চন্দ্র মহন্ত, মোঃ গিয়াস উদ্দিন সরকার, মোছাঃ মুমেজান বিবি, শ্রী রমেশ চন্দ্র ঘোষ ইত্যাদি ব্যক্তিবর্গ সম্পত্তি দান করেছেন। পরবর্তীতে তাছাড়া অনেকেই ছাত্র-ছাত্রী, অর্থ, শারীরিক ও মানসিক শ্রম দিয়ে সহায়তা করেছেন। সকলের প্রতি আমার বিনম্রশ্রদ্ধা। শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা সফর, ডিবেটিং, রোভার, স্পোকিং ইংলিশ, বিজ্ঞান ও সাংস্কৃতিক ক্লাবের মাধ্যমে কো-কারিকুলাম কর্মসূচীর মাধ্যমে আগামী প্রজন্মকে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, উদার, অসাম্প্রদায়িক, মুক্তচিন্তার অধিকারী নৈতিক জ্ঞান সম্পূর্ণ ডিজিটাল বেইজড বিশ্বমানের নেতৃত্বদানের যোগ্য মানব সম্পদ তৈরী করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ। অভিভাবক, শিক্ষার্থী, রাজনৈতিক মহল, সুশীলসমাজ সব পেশার ও মতের মানুষের সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।